কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকে পড়া ১৭ জন বাংলাদেশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
আজ বুধবার (১৯ মে) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ভারতের হিলি চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান,পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাবার গেলো ১৬ ই মে থেকে চালু হয় হিলি ইমিগ্রেশন। তবে ভারত অভ্যন্তরে জটিলতার কারনে গেলো তিন দিন এই চেকপোষ্ট দিয়ে কোন যাত্রী না আসলেও আজকে ভারত থেকে এখন পর্যন্ত মোট ১৭ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন।সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের নেওয়া হয়।
তিনি আরো জানান,ভারত অভ্যন্তরে আরো বাংলাদেশী আটকা আছে তাদেরকে পর্যায়ক্রমে নেওয়া হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন,ভারত থেকে ফেরা ১৭ জন বাংলাদেশিকে র্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হবে। এদের মধ্যে যাদের করোনা টেস্টে পজিটিভ আসবে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং জরুরী রোগীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হবে।
নদী বন্দর / পিকে