ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার ফোরলেন ও বাইপাস সড়কের দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। প্রতিটি গাছেই শোভা পাচ্ছে সবুজ পাতার ফাকে রক্তিম লাল ফুল। এতে সড়কটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। প্রতিদিনই এখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। মুগ্ধ হচ্ছেন তারা। স্মৃতি জড়িয়ে রাখতে অনেকে তুলছেন ছবিও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোদের আলো পড়লেই জ্বল জ্বল করে উঠছে ফুলগুলো। যা দেখে অনেকই যানবাহন থামিয়ে উপভোগ করছে প্রকৃতির এ সৌন্দর্য। এছাড়া সড়কের দুপাশে সারিবদ্ধ গাছে রক্তিম কৃষ্ণচূড়ার ফুল দেখতে দূর-দূরান্ত থেকে আসছে দর্শনার্থী।
স্থানীয় জাকির হোসেন বলেন, রাস্তার দুপাশে সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছে ফুটেছে ফুল। যা দেখে তাদের খুব ভালো লাগছে। এ ফুল দেখতে দূর-দূরান্তের অনেকে এখানে আসেন। আবার এখান দিয়ে যাওয়ার সময় অনেকে গাড়ি থামিয়ে এ সৌন্দর্য উপভোগ করেন। ছবিও তোলেন।’
দর্শনার্থী সুবজ মিয়া, আলাউদ্দিনসহ কয়েকজন জানান, তারা লোকমুখে শুনে দৌলতদিয়া বাইপাস সড়কে কৃষ্ণচূড়ার ফুল দেখতে এসেছেন। এসে ফুল দেখে খুব ভালো লাগছে। ফুল এখানকার পরিবেশ সুন্দর করে তুলেছে।
নদী বন্দর / পিকে