আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ালো ভারতের রাজধানী দিল্লি। রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন।
এর আগে দিল্লিতে প্রথম ১৮ এপ্রিল লকডাউন শুরু হয়। যা ২৪ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই লকডাউনের মেয়াদ বাড়ানো হলো আরও এক সপ্তাহ।
লকডাউন বাড়ানোর ঘোষণার সময় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, সংক্রমণ নিম্নমুখী হলে আগামি ৩১ মে’র পর থেকে লকডাউন তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
কেজরিওয়াল জানান, দিল্লির সকল নাগরিককে আগামী তিন মাসের মধ্যে টিকার আওতায় আনাই এই মুহূর্তে তাদের উদ্দেশ্য। কারণ সবাইকে টিকা দিতে পারলেই কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ এড়ানো সম্ভব হবে।
পরিসংখ্যান বলছে, দিল্লির করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত মাসে দিল্লিতে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ। সেখানে শনিবার তা কমে দাড়ায় ৩.৫৮ শতাংশে।
শেষ তিন দিন ধরে দৈনিক সংক্রমণ তিন হাজারের নিচে। এমন পরিস্থিতিতে ফের লকডাউনের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানান, দিল্লিতে করোনা সংক্রমণের হার নিম্নমূখী।
এছাড়া গত শনিবার আরও নয়দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ায় উত্তরপ্রদেশ। লকডাউন ঘোষণার সময় উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে আরও তিন হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন।
এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।
ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।
নদী বন্দর / জিকে