করোনার টিকা নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত জো বাইডেন। ৭৮ বছর বয়সী বাইডেনের এই টিকা নেওয়ার দৃশ্য লাইভ সম্প্রচারিতও হয়েছে। টিকা নিতে আমেরিকাবাসীকে উদ্বুদ্ধ করতেই এমন পদক্ষেপ নিয়েছেন বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জো বাইডেন ফাইজারের টিকাটি নিয়েছেন। নিউইয়র্কের ক্রিস্টিনা হাসপাতালে বাইডেনকে এই টিকা দেওয়া হয়। তিনি বাঁ হাতে এই টিকা নেন। তার স্ত্রী জিলও টিকা নিয়েছেন।
টিকা নেওয়ার ভিডিও শেয়ার করে টুইটে বাইডেন লেখেন, আমি আজ কোভিড টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাক্সিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।
বাইডেন বলেন, আমার আগে জিল এই টিকা নিয়েছে। আমি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে আছি। জিলও তাই।
টিকা নেয়ার ক্ষেত্রেও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন বাইডেন। কারণ, ট্রাম্প এখনও টিকা নেননি। কবে এই টিকা নেবেন, কিংবা আদৌ নেবেন কিনা তাও জানাননি।
নদী বন্দর / পিকে