পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাট ব্লকের লাঙ্গলগ্রামে কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কর্তন ও কৃষাণ-কৃষাণীদের উদ্বুদ্ধকরণ সভা গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নিবাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন অর রশিদ।
চলতি বোরো মওসুমে কৃষি বিভাগের সহায়তায় প্রণোদনা কর্মসুচির সমলয়ে চাষাবাদের আওতায় লাঙ্গল গ্রামে ৫০ একর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান আবাদ করা হয়। এসব জমিতে রাইস ট্রান্স প্লান্টার মেশিন দ্বারা বোরো চারা রোপন করা হয়। এসব জমিতে ধানের ফলন ভাল হয়েছে। একর প্রতি ১১০ ধান ফলন পেয়েছেন কৃষকরা।
নদী বন্দর / বিএফ