কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধে আবুহার মল্লিক নামের (৮০) এক ভিক্ষুককে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় এলাকার প্রায় ৫০০ মানুষ অংশ নেয়।
রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে সোহেল রানাসহ একই এলাকার আলিফার ছেলে কামাল প্রামাণিক, বাহাদুরের ছেলে রাসেল, আলতাফের ছেলে আলামিনসহ আরও চার-পাঁচ আসামিকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও আসামিদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান।
জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের সোহেল রানাসহ একই এলাকার আলিফার ছেলে কামাল প্রামাণিক, বাহাদুরের ছেলে রাসেল, আলতাফের ছেলে আলামিনসহ চার-পাঁচ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নিহতের নাতি শিপন মল্লিক কুমারখালী থানায় মামলা করেন। কিন্তু মামলার পর ৪৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল দুপুরে আবুহার মল্লিক নিজ বাড়ির পাশে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করার জন্য মাটি ফেলছিলেন। এসময় দরবেশপুর গ্রামের সোহেল প্রামাণিকের নেতৃত্বে কামাল প্রামাণিক, রাসেল, আলতাফের ছেলে আলামিনসহ চার-পাঁচজন এসে আবুহার মল্লিককে ওই জমিতে মাটি ফেলতে নিষেধ করেন।
আবুহার মল্লিক নিষেধ উপেক্ষা করে মাটি ফেলায় সোহেল রানার নেতৃত্বে অন্যরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করেন। এরপর তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।
পরে ১৫ এপ্রিল সকালে ছাড়পত্র নিয়ে আবুহার বাড়িতে এলে সেখানে তার মৃত্যু হয়।
নদী বন্দর / বিএফ