যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দুটি স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর কার্যালয়ে চালানো বন্দুক হামলায় এক সহকর্মীকে গুলি করে হত্যা করেন বন্দুকধারী এক দমকল কর্মী। এ ছাড়া এতে আহত হন আরও এক সদস্য।
স্থানীয় সময়, মঙ্গলবার (১ জুন) সকাল ১১টার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত অ্যাগুয়া ডুলসে’র ৮১ নম্বর ফায়ার স্টেশনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই হতাহত হন দমকল বাহিনীর কয়েকজন সদস্য। পরে নিজ বাড়িতে আগুন দিয়ে গুলি করে আত্মহত্যা করেন বন্দুকধারী নিজেও।
স্থানীয় দমকল বাহিনী জানায়, বন্দুকধারী ফায়ার ডিপার্টমেন্টের সদস্য ছিলেন বলে বিনা বাধায় নিরাপত্তাবলয় পেরিয়ে ভেতরে প্রবেশ করেন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে শহরের উইলকক্স অ্যাভিনিউয়ে সোমবার (৩১ মে) রাত ১১টার দিকে অপর এক গোলাগুলির ঘটনায় মারা যান ১৮ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
নদী বন্দর / বিএফ