আয়ারল্যান্ডে পানিতে ডুবে মৃত্যুরোধে দেশটির সাগর, নদী ও লেকের ধারে জীবন রক্ষায় রাখা হয়েছে রিং বয়া। এগুলো কেউ চুরি বা নষ্ট করলে রয়েছে বড় অঙ্কের জরিমানার বিধান। সেই সঙ্গে হতে পারে জেলও।
১০ বছর আগেও আয়ারল্যান্ডে প্রতি বছর গড়ে ১২০-১৪০ জন মানুষ পানিতে ডুবে মারা যাওয়ার তথ্য রয়েছে। যার ৬০ ভাগই ছিল শিশু। ধীরে ধীরে সে সংখ্যা এখন অর্ধেকেরও কম। বিশেষ করে ২০১৭ সালে আইরিশ ওয়াটার সেফটি অথরিটির এক কঠিন আইন করায় মূলত পানিতে ডুবে মৃতের হার কমে যাওয়ার মূল কারণ বলেও জানা গেছে।
এ আইন অনুযায়ী সমুদ্রসৈকত, নদী, লেকসহ বিভিন্ন জায়গায় বাধ্যতামূলকভাবে জীবন রক্ষাকারী রিং বয়া রাখা হয়। আর এগুলো কেউ চুরি বা কেউ নষ্ট করলে রয়েছে বড় অঙ্কের জরিমানার বিধান কিংবা সর্বোচ্চ পাঁচ বছরের জেল।
বিভিন্ন স্থানে এ বয়া থাকায় খুশি প্রবাসীরাও। সরকারের পাশাপাশি রক্ষণাবেক্ষণ করেন স্থানীয়রাও।
রিং বয়াগুলোর মাঝে রয়েছে পর্যাপ্ত দড়ি, যাতে করে ডুবে যাওয়া ব্যক্তিকে যেন অনেক দূর থেকেই অনায়াসে তীরে নিয়ে আসা যায়।
নদী বন্দর / এমকে