গত শনিবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে চলতি কোপা আমেরিকায় নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এর আগে চিলির সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিল ১৪ বারের কোপার শিরোপাধারীরা।
এবার প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে নিজেদের একাদশে একাধিক পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি- এমনটাই জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
চলতি কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা না পেলেও, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে সুযোগ পাচ্ছেন সার্জিও আগুয়েরো। চিলির বিপক্ষে শেষ দশ মিনিটের জন্য মাঠে নামানো হয়েছিল তাকে আর উরুগুয়ে ম্যাচের পুরো সময়ই কাটিয়েছেন বেঞ্চে।
অবশেষে এবার ম্যাচের শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন তারকা ফরোয়ার্ড আগুয়েরো। মূলত তরুণ স্ট্রাইকার নিকোলাস গনজালেজের চোটের কারণেই মূল একাদশে আসছেন আগুয়েরো। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর করা দলীয় অনুশীলনে খুব একটা স্বস্তিতে দেখা যায়নি গনজালেজকে।
আর্জেন্টিনার শুরুর একাদশে পরিবর্তন আছে আরও। কারণ চোটের সমস্যা রয়েছে মিডফিল্ডার জিওভানি লো সেলসোরও। বাম পায়ের গোড়ালির চোটে দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। অবশ্য করার সুযোগও নেই। কেননা গোড়ালিতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন দলের চিকিৎসকরা। তার জায়গায় সুযোগ পেতে পারেন লেয়ান্দ্র পারেদেস বা এজেকুয়েল পালাসিওস।
এদিকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চার ডিফেন্ডারের মধ্যে তিনজনকেই বদলে দিয়েছিলেন স্কালোনি। এবার প্যারাগুয়ের বিপক্ষেও রক্ষণভাগে বেশ কিছু রদবদল করতে পারেন তিনি। প্রথম ম্যাচের তিন ডিফেন্ডারই ফিরতে পারেন দলে অথবা তাদের মধ্যেই রোটেশন পদ্ধতিতে নামাতে পারেন যেকোন চার ডিফেন্ডারকে।
তবে আক্রমণভাগের পরিবর্তনটি নিশ্চিত। দলের সবশেষ অনুশীলনে গনজালেজকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের সঙ্গে নামিয়েছেন আগুয়েরোকে। একপর্যায়ে মেসি উঠে গেলে তার জায়গা নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাই ডি মারিয়ারও শুরুর একাদশে থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি/জার্মান পেজ্জেল্লা, নিকোলাস তালিয়াফিকো/মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল পালাসিওস/লেয়ান্দ্র পারেদেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরো।
নদী বন্দর / সিএফ