অবশেষে সব অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ভারত যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আইলিগের দল কলকাতা মোহামেডানে যোগ দিতে বিকেলে দেশ ছাড়বেন তিনি।
কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।
তবে জামালের সুসংবাদ আসতে খুব বেশি সময় লাগেনি। কাতারে আইসোলেশনে থাকার পর এক সপ্তাহ পেরুতেই করোনা থেকে সেরে ওঠেন জাতীয় দলের অধিনায়ক।
কাতার থেকে ২২ ডিসেম্বর ঢাকায় ফিরেছেন জামাল। এখানে এসে ফের করোনা টেস্ট করিয়েছেন, তাতে নেগেটিভ এসেছে। ফলে কলকাতা মোহামেডানে যোগ দিতে আর কোনো বাধা নেই এই মিডফিল্ডারের।
প্রিমিয়ার লিগে জামালের ক্লাব সাইফ স্পোর্টিং। কলকাতা মোহামেডানে মূলত ধারে খেলতে গেছেন এই তারকা। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে যোগ দেবেন, এমন শর্ত জুড়ে দিয়েছে তার ক্লাব সাইফ স্পোর্টিং।
প্রসঙ্গত, জামাল ভূঁইয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তার বিকল্প খুঁজছিল কলকাতা মোহামেডান। তিনি যোগ দিতে পারবেন, এই খবরে স্বস্তি ফিরেছে মোহামেডান শিবিরে।
এই ক্লাবের হয়ে আইলিগে এশিয়ান কোটায় খেলবেন জামাল। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের জনপ্রিয় এই ফুটবল লিগ।
নদী বন্দর / পিকে