ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। মঙ্গলবার (৬ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ সময়ে জেলায় ২৬৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৬৪ জন, বালিয়াডাঙ্গীতে চারজন, রানীশংকৈলে ২১ জন, হরিপুরে সাতজন ও পীরগঞ্জে ১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন বলেন, জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তাতে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।
জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৯৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে দুই হাজার ৪৭৪। মারা গেছেন ১০০ জন।