সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবু সাঈদ আহম্মদ মারা গেছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার জোহরের নামাজের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন এই বরেণ্য আইনজীবী। ২০০৩ সালের ২৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান সাঈদ আহম্মদ।
নদী বন্দর / পিকে