1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সংসদ নির্বাচনে রাখা হয়েছে যেসব প্রতীক - Nadibandar.com
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রতীক ৬৯ থেকে ১১৫টি করে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। যেখানে রাখা হয়নি শাপলা ও দোয়েল।

ইসি কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমানে ৬৯টি প্রতীক রয়েছে। যার মধ্যের নিবন্ধিত দলের ৫০টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১৯টি প্রতীক রয়েছে। দলের সংখ্যা বাড়ছে। এছাড়া নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। নিবন্ধন পেতে ইতোমধ্যে ১৪৭টি নতুন দল আবেদন করেছে। তাই ভবিষ্যতে দলের সংখ্যা বাড়লে যাতে প্রতীক কম না পড়ে তাই উদ্যোগটি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে শাপলা না রাখা হলেও বেগুন, লাউ, মোড়া-এর মতো প্রতীকগুলো রাখা হচ্ছে।

তফসিলে যে প্রতীকগুলো রাখা হচ্ছে তার মধ্যে রয়েছে— আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেঁজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোয়াত-কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক ও বাঘ।

এছাড়াও রয়েছে— বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি, মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হারিকেন, হেলিকপ্টার, হুক্কা ও হাতুড়ি।

সবশেষ ২০০৮ সালে সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে সংসদ ও স্থানীয় সরকারের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনে প্রতীক সংখ্যা নেমে আসে অর্ধেকে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com