টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের দল থেকে আগেই বাদ পড়েছিলেন শাদাব খান। বৃহস্পতিবার তার উরুর চোটের অবস্থা জানার জন্য স্ক্যান করানো হয়।
এমআরআই স্ক্যানের ফল এসেছে। তাতে নিশ্চিত হওয়া গেছে, বাঁ উরুর চোটটা এমন অবস্থায়, ছয় সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হবে পাকিস্তানের এই লেগস্পিনারকে। তবে আপাতত দলের সঙ্গে নিউজিল্যান্ডেই পুনর্বাসন চলবে শাদাবের।
পাকিস্তান দলের চিকিৎসক ডা. সেলিম বলেছেন, ‘এমআরআই রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, এটা নতুন ইনজুরি। সেই ইনজুরি নয় যেটি গত মাসে জিম্বাবুয়ে সিরিজে পেয়েছিলেন। এখনকার ইনজুরিটিও সতর্কতার সঙ্গে দেখা হবে এবং শাদাব ছয় সপ্তাহের মতো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।’
তিনি যোগ করেন, ‘পুনর্বাসনের ছয় সপ্তাহ পেরোনোর পর শাদাব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন কি না, মেডিকেল প্যানেল সেটা খতিয়ে দেখবে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
ক্রাইস্টচার্চে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এই টেস্টটি তো বটেই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পুরোটাই মিস করবেন শাদাব।
নদী বন্দর / পিকে