র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডাকাত সর্দার কলিমুল্লাহ (৩২) নিহত হয়েছে।
সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে।
র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব-১৫। এসময় র্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
নদী বন্দর / জিকে