চট্টগ্রামের সন্দ্বীপে উত্তাল বঙ্গোপসাগর থেকে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে সন্দ্বীপের সারিকাইত চৌকাতলীর দক্ষিণে তিন নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের কোস্টগার্ডের সারিকাইত আউটপোস্টে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়। বুধবার (২৮ জুলাই) তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রউফ বলেন, ‘মঙ্গলবার ভোলার মনপুরা থেকে ১১ জেলে নিয়ে এফভি জিহাদ নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা দেয়। সন্ধ্যা ৭টার দিকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি ভাসতে ভাসতে সারিকাইত চৌকাতলীর দক্ষিণে তিন নটিক্যাল মাইল দূরত্বে ডুবতে থাকে।’
তিনি আরও বলেন, ‘পাশে থাকা আরেকটি ট্রলার থেকে বিষয়টি কোস্টগার্ডের সারিকাইত আউটপোস্টে জানানো হয়। সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থল গিয়ে অক্ষত অবস্থায় ১১ জেলেকে উদ্ধার করে। খাবার ও প্রাথমিক চিকিৎসা শেষে উদ্ধার হওয়া জেলেদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নদী বন্দর / জিকে