চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সিরিজটি ১৮ মাস পিছিয়ে দেয়ার কথা জানিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
যার ফলে এখন একই সময়ে হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে খেলার পথ খুলে গেছে ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে। যা লুফে নিয়েছেন ইংল্যান্ড ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনি নিশ্চিত করেছেন আইপিএলে নিজের অংশগ্রহণ।
করোনাভাইরাসের প্রভাবে আইপিএলের ২০২১ সালের আসরটি ২৯ ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত হয়ে গেছে। বাকি অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এবং সব খেলা হবে আরব আমিরাতে। একই দেশে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও। তাই এটিকে ভালো সুযোগ হিসেবেই দেখছেন মরগ্যান।
তবে নিজ দেশের অন্যান্য খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে পারছেন না ইংলিশ অধিনায়ক। তার মতে, বিশ্বকাপের আগে আইপিএলে খেলতে যাওয়া বা না যাওয়া সব খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর নিজের সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন মরগ্যান।
মঙ্গলবার রাতে দ্য হান্ড্রেডের ম্যাচের পর মরগ্যান বলেছেন, ‘এটা (আইপিএল) পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মতে, এটা দুইভাবেই লাভজনক বিষয়। আমরা যদি বাংলাদেশে খেলতাম, সেখানে বিদেশি কন্ডিশনেই পড়তাম। এখন ছেলেরা যদি আইপিএলে যায়, সেখানে বিশ্বকাপের মতো একই কন্ডিশন পাবে। আবার কেউ যদি বিশ্রাম চায়, বিশ্রাম নেবে।’
ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে এখানে-সেখানে অনেক ক্রিকেট খেলেছি। এখন যে সফর বা সিরিজ চলছে, সে ব্যাপারে আমরা আরও আগে থেকে পরিকল্পনা সাজিয়ে রাখি। একইভাবে এখন যেভাবে আমাদের থাকতে হচ্ছে, তাতে কেউ যদি বিশ্রাম চায় সে নিতেই পারে। আমার কেউ নিজেকে রিফ্রেশিং মনে করলে আইপিএলেও যেতে পারে।’