করোনা মহামারীতে বিপর্যস্ত সারা দেশ।ভয়বহতা দিনদিন বেড়েই চলেছে। আক্রান্ত হওয়া থেকে শুরু করে মৃত্যুহার বাড়ছে প্রতিনিয়ত। এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা।
এমতাবস্থায় নিজে সচেতন থাকছেন এবং পরিবারকেও যত্নে রাখছেন পপতারকা মিলা। সবার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, সবাই যেন নিজেদের বাবা-মায়ের একটু বাড়তি যত্ন নেন।
শনিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার মা, ১৮ বছর বয়সে আমাকে জন্ম দেন। আমাকে তিনি স্বাভাবিকভাবে, মানে প্রসব যন্ত্রণা নিয়ে দীর্ঘ ৫ ঘন্টা পর ঢাকা সিএমএইচে জন্ম দেন। মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে বা তার কাছে যেকোনো দোষের কারণে ক্ষমা চাইতে আমি মনে করিনা আমাদের কারো একটা ‘মাদার্স ডে’ দরকার। যদিও আমি আমার বাবার সাথেই অনেক বেশি ঘনিষ্ট ছিলাম।
বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার জন্যে হেডমিস্ট্রেসই ছিলেন। আমার মায়ের কাছেই আমার সা রে গা মা পা শেখা। যার কারণে আজও আমি আপনাদের সবার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। দেশের সকলের পরিচিত একটা নাম। আমি আপনাদের মিলা।’
তিনি আরও লেখেন, ‘কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতা কে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যত্ন নিয়েন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন, যাতে তারা মাফ করে দেন। আমাদের যেকোন অন্যায়ের কারণে যাতে তারা মনে দুঃখ পেয়েছিলেন।’
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে মিলা লিখেছেন, ‘হে আল্লাহ্ ,আমাদের সকলের মা বাবা কে করোনা থেকে আপনার রহমত দ্বারা রক্ষা করুন। আমিন।’
নদী বন্দর / সিএফ