সশস্ত্র বাহিনীর সকল সদস্যের করোনারোধী টিকাগ্রহণ বাধ্যতামূলক করেছে ভারত সরকার। তবে টিকা নেয়া না নেয়া ঐচ্ছিক বিষয় দাবি করে সরকারের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন তাদের কেউ কেউ। কেন তারা টিকা নিতে রাজি নন, তা জানতে শোকজ নোটিশও দেয়া হচ্ছে। এর সন্তোষজনক জবাব না পাওয়ায় ভারতীয় বিমান বাহিনীর এক সদস্যকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, টিকা না নেয়ার সিদ্ধান্ত নিজের মৌলিক অধিকার দাবি করে ভারতীয় বিমান বাহিনীর এক কর্পোরাল গুজরাট হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। এর জবাবে ভারতের কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে, করোনা টিকা না নেয়ায় ইতোমধ্যে বাহিনীর এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
ভারত সরকারের তথ্যমতে, বরখাস্ত হওয়া ওই বিমান সেনা রাজস্থানের। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অ্যাসিসট্যান্ট সলিসিটর জেনারেল দেবাং ব্যাস আদালতে জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নয় সদস্য টিকা নিতে অনাগ্রহী ছিলেন। তাদের সবাইকে এর কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। আট সদস্য নোটিশের জবাব দিয়েছেন। বাকি যে সদস্য জবাব দেননি, তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
নদী বন্দর / বিএফ