ঢাকাই সিনেমার নন্দিত নির্মাতা কাজী হায়াৎ। ক্যারিয়ারজুড়ে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অনেক স্বীকৃতি ও প্রশংসা। সর্বশেষ তিনি ‘বীর’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন।
তিনি এবার সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘জয় বাংলা’। ছবিটির শুটিং শুরু করবেন তিনি আগামী মাসে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে সিনেমা নির্মাণের জন্য অর্থ হাতে পেয়েছেন গুণী এই নির্মাতা। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান এই চলচ্চিত্র নির্মাতার ৫১তম সিনেমা।
চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের সঙ্গে তার ‘জয় বাংলা’ চলচ্চিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছু ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার।
কিছু কাজ গুছিয়ে উঠতে আর ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামবো। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং করবো।’
তিনি জানান, টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু শিকদার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য মুনতাসীর মামুনের। এতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী। তার বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। প্রথমবারের মতো এ সিনেমা দিয়ে জুটি হলেন তারা।
প্রসঙ্গত, কাজী হায়াৎ অর্ধশতাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত অন্যতম চলচ্চিত্রসমূহ হলো দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, লাভ স্টোরি : প্রেমের গল্প, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালা, ওরা আমাকে ভালো হতে দিলো না ইত্যাদি।
নদী বন্দর / এমকে