1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জেলা বারের জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন - Nadibandar.com
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমছে তিস্তার পানি, স্বস্তি নদীপাড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু ‘দোয়া নিতে’ ছারছীনার পীরের সঙ্গে সালাহউদ্দিন আহমদের সাক্ষাৎ ফিরে দেখা ৩০ জুলাই: ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারক খালাস রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: প্রথম দিনে মিলেছে শুল্ক হ্রাসের ইঙ্গিত
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯৪ বার পঠিত

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের জমিতে মার্কেট নির্মাণ এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ আইনজীবী পরিষদ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় জেলা বার অ্যাসোসিয়েসন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জেলা বার অ্যাসোসিয়েশনে জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণ শুরু করে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ (প্রথম আদালত)। দোকান প্রতি তিন-চার লাখ টাকা নিয়ে বরাদ্দ দেন তারা। প্রতিবাদ জানালে গত ২৯ মার্চ আইনজীবীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা হামলা চালায়। এতে সিনিয়র আইনজীবীসহ বেশ কয়েকজন আহত হন।

jagonews24

বক্তারা আরও বলেন, পরে এক আইনজীবী হাইকোর্টে রিট করলে মার্কেট নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু সে আদেশ মানছেন না তারা। তাই দ্রুত আইনজীবীদের সব দাবি মেনে নিতে এবং জেলা ও দায়রা জজের বদলির দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। দাবি না মানলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. স্বপন কুমার সোম, রিটকারী ও সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মোস্তফা মিঠু, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. খান মো. জহুরুল হক, পরিষদের সদস্য সচিব অ্যাড. মঞ্জুর মোর্শেদসহ আরও অনেকে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com