কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ২৭ কেজি ওজনের কালো পোয়া মাছটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২১ আগস্ট) ভোরে নাফ নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে শাহপরীর দ্বীপে মিস্ত্রি পাড়ার শাহ আলমের জালে মাছটি ধরা পড়ে।
শাহ আলম বলেন, শুক্রবার সকালে কয়েকজন জেলে নিয়ে আমার ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাই। শনিবার সকালে জাল তোলার পর দেখতে পাই বড় পোয়া মাছ। মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ টাকায় কিনে নেন।
তিনি আরও বলেন, মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। মার্চে এক মণ ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি নারী হওয়ায় ওজন বেশি সত্ত্বেও আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে আরও একটি বড় পোয়া মাছ ধরা পড়ায় অনেক খুশি লাগছে।
সাবরাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুল হক জানান, নৌকার মালিক শাহ আলম আমার নিকটাত্মীয় ও প্রতিবেশী। তার নৌকায় জেলেদের জালে ধরা পড়া পোয়া মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়টি আমিও নিশ্চিত হয়েছি।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে প্রতিবছর দু-চারটা এ ধরনের বড় পোয়া মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোয়া মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোয়া মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।
নদী বন্দর / জিকে