পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় প্রতিনিয়তই তৈরি হচ্ছে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি।
ঘাট সংশ্লিষ্টরা জানান, পদ্মার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে তীব্র স্রোত রয়েছে। ফলে ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমেছে। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের যানবাহন দৌলতদিয়া ঘাট ব্যাবহার করছে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া রুটের চার ফেরি জরুরি মেরামতের কারণে বন্ধ থাকায় কমেছে ফেরির সংখ্যা। ফলে এ রুটের উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হচ্ছে।
বুধবার (২৫আগস্ট) দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত তিন কিলোমিটারজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। এর মধ্যে রয়েছে শতাধিক যাত্রীবাহী যানবাহনও। এছাড়া যানজট মুক্ত রাখতে ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান সিরিয়ালে আটকে রাখা হয়েছে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহি বাস ও পচনশীল কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মহাসড়কে আটকে থাকা ট্রাক চালক ইয়াছিন বলেন, মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় যশোর থেকে গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছালে ঘাটে আসতে না দিয়ে পুলিশ গাড়ি সিরিয়ালে ঢুকিয়ে দেয়। বুধবার (২৫ আগস্ট) সকালে ছেড়ে দিলে ঘাটে এসেও পড়তে হয়েছে সিরিয়ালে। এখনও ঘাট থেকে প্রায় তিন কিলোমমিটার দূরে আছি। জানি না কখন ফেরির নাগাল পাবো।
কাভার্ডভ্যান চালক নিরব, স্বপন, জুয়েলসহ অনেকেই জানান, দৌলতদিয়া ঘাটে বিশাল একটি ট্রাক টার্মিনাল থাকলেও আমাদেরকে গোয়ালন্দ মোড় এলাকায় খোলা সড়কে রাত কাটাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নিয়মিত যানবাহনের সঙ্গে বাংলাবাজার-শিমুলিয়া রুটের যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়ায়। এছাড়া নদীতে তীব্র স্রোতে থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি বুধবার সকাল থেকে এ রুটে ১৮টি ফেরির মধ্যে চারটি বন্ধ রেখে স্থানীয়ভাবে মেরামত করা হচ্ছে। ফলে ঘাটে কিছুটা সিরিয়াল তৈরি হচ্ছে। তবে মেরামতের থাকা ফেরি যে কোনো মুহূর্তে বহরে যুক্ত হবে বলে জানান তিনি।
নদী বন্দর / সিএফ