বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডে আটকেপড়া ২২ জনকে ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। ফেরত আসাদের বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া কিছু থাই নাগরিকও রয়েছেন।
রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০৮৯) মোট ২২ জন আরোহী ঢাকায় এসেছেন। শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। যাত্রীরা সবাই নিজ খরচে ঢাকায় ফিরেছেন।
থ্যাইল্যান্ডফেরত এই ২২ যাত্রীর মধ্যে বাংলাদেশি ছাড়াও কিছু থাই নাগরিক রয়েছেন। যারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত আছেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এই যাত্রীদের ঢাকায় ফেরত পাঠাতে সহযোগিতার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে গেল বছর বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ পর্যন্ত ১৭টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকেপড়া বাংলাদেশিদের বিভিন্ন সময় ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।