বলিউড অভিনেতা আরমান কোহলীকে বাড়িতে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। টানা ১২ ঘণ্টা জেরার পর রোববার সকালে এনসিবি আরমানকে গ্রেফতার করে। অভিনেতাকে আজই মুম্বাইয়ের নগর আদালতে তোলা হবে বলে জানা গেছে।
শনিবার অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে এনসিবির গোয়েন্দারা। তারপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এনসিবির মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, মাদক প্রশ্নে তদন্তকারীদের যথাযথ জবাব দিতে পারেননি আরমান। তবে এর বেশি কিছু বলতে চাননি সমীর।
তিনি জানিয়েছেন, আরমানকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই বাকি তথ্যও জানানো হবে।
আরমান কোহলী এর আগেও বেআইনি কাজে জড়িয়ে পড়েছিলেন ৷ ২০১৮ সালেও গ্রেফতার হয়েছিলেন৷ তখন তার বাড়ি থেকে উদ্ধার হয় ৪১টি স্কচ হুইস্কির বোতল ৷
নদী বন্দর / পিকে