হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মঅষ্টমি উৎযাপন উপলক্ষে গতকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি- রফতানি বন্ধের পর আজ মঙ্গলবার থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, গতকাল সোমবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মঅষ্টমি উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সরকারী ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। এবং আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে উভয় দেশের মধ্যে যথারিতি কার্যক্রম আবারও চালু হয়েছে।
নদী বন্দর / পিকে