1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দর্শনা কেরু চিনিকলে আখ চাষ অর্ধেকে নেমেছে - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার পঠিত

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলে ২০২০-২১ মৌসুমে আখ রোপণ অর্ধেকে নেমে এসেছে। পাঁচটি কারণে আখ চাষ কমে যাচ্ছে। সময় মতো মিল থেকে চাষিদের মধ্যে সার বীজ সরবরাহ না করা। মিলে সিডিএ সংকট। বর্তমান বাজার দরের চেয়ে আখের মূল্য কম। উন্নত জাতের আখ না দিয়ে পুরাতন একই জাতের আখ সরবরাহ করা। অন্যদিকে ধান, পাট, ভুট্টার ভালো দাম পাওয়ায় চাষিরা আখ চাষ কমিয়ে দিয়েছে। ফলে আগামী মাড়াই মৌসুমে মিলটি মারাত্মক আখ সংকটে পড়তে পারে বলে কর্তৃপক্ষ মনে করছেন।

মিল সূত্রে জানা গেছে, গত ২০২০-২১ রোপণ মৌসুমে মোট ৪ হাজার ৬২৭ একর জমিতে আখ রোপণ করা হয়েছে। এর মধ্যে চিনিকলের ১০টি কৃষি ও পরীক্ষামূলক খামারে মাত্র ৯৮৯ একর জমিতে আখ রোপণ করা হয়েছে। বাকি মিলজোন এলাকার চাষিরা রোপণ করেছে ৩ হাজার ৬৩৮ একর। যেখানে গত রোপণ মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ ও মিলজোন এলাকার আখচাষিরা মিলে ৮ হাজার ৫৩২ একর জমিতে আখ রোপণ করেছিল। যা এ রোপণ মৌসুমের চাইতে ৩ হাজার ৯০৪ দশমিক ৫০ একর জমিতে কম আখ চাষ হয়েছে।

আখ চাষ কমে যাওয়ার কারণ সম্পর্কে কেরু চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ওমর আলী জানান, প্রতিমণ আখের মূল্য ৩০০ টাকা না করলে আখ চাষ সম্ভব না। তাছাড়া গত রোপণ মৌসুমে চাষিরা সময় মতো সার না পাওয়ায় আখ রোপণ অর্ধেকে নেমেছে। এরপর কেরুর কৃষি খামারের জমি কর্তৃপক্ষ আখ রোপণ না করে সাধারণ কৃষকের কাছে লিজ দিয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর কেরুতে এবারই প্রথম আখচাষ কম হলো বলে তারা জানালেন।

আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল বারী জানান, আখ দেড় বছরের ফসল, সে হিসেবে দেড় বছরে দুই বার পাট তিন বার ধান ও ভুট্টাসহ অন্যান্য সবজি চাষ করে চাষিরা ব্যাপক লাভবান হচ্ছে। এ জন্য আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে।

কেরুর জি এম (খামার) সুমন কুমার সাহা জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে কৃষি খামারের মোট জমি থেকে ১ হাজার ২৭৪ একর জমি লিজ দেওয়া হয়েছে, এ জন্য কেরুর খামারে আখ রোপণ কিছুটা কমেছে।

কেরুর জি এম (কৃষি) মো. গিয়াস উদ্দীন জানান, গত বছর দেশে বেশ কয়েকটি চিনিকলের মাড়াই বন্ধ ও স্থগিত করায় কেরু চিনিকল এলাকার চাষিরাও বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে আখ চাষ কমিয়ে দেয়। এ ছাড়া প্রতি ১০০ একর জমির বিপরীতে একজন করে সিডিএ (মাঠকর্মী) থাকার কথা থাকলেও ২০২১-২২ রোপণ মৌসুমে ৭ হাজার একর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণে সিডিএ রয়েছে মাত্র ৪৬ জন।

এদিকে আজ বুধবার ২০২১-২২ মৌসুমের আখ রোপণের উদ্বোধন করা হবে। কেরুর কৃষি খামার ১ হাজার ৪৫০ একর। পরীক্ষামূলক খামারে ১৩৫ একর এবং মিল জোন এলাকার আখচাষিরা ৫ হাজার ৪১৫ একর জমিতে আখ রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ জানান, এ রোপণ মৌসুমে সময় মতো সার ও বীজ সরবরাহ করা হচ্ছে, চাষিরা আখ চাষে ফের মনোযোগী হবে বলে আশা করি।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com