মহামারি করোনাকালেও বাংলাদেশের রপ্তানি আয় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের রেডিওকলোনী এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লিমিটেড গার্মেন্টসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনাকালেও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানি খাতে ১৩ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরও ভালো হবে।
এ কারখানাটি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। নতুন এই পোশাক কারখানাটিতে প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। পরে তিনি সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রমুখ মধ্যে উপস্থিত ছিলেন।
নদী বন্দর / এমকে