1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিমানবন্দরে আবারো বোমা! - Nadibandar.com
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১৪৯ বার পঠিত

মাত্র ২ দিনের ব্যবধানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে আবারও বড় আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডিসেম্বর মাসেই বিমানবন্দর থেকে মোট ৫টি বোমা উদ্ধার করা হলো। 

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে পঞ্চম বোমাটি উদ্ধার করা হয়।

এ বোমাটির ওজনও আগেরগুলোর মতোই ২৫০ কেজি। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে বোমাটি উদ্ধার করে। এ নিয়ে বিমানবন্দর থেকে মোট এক হাজার ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইট থেকে ২৫০ কেজি ওজনের চারটি বোমা উদ্ধার করা হয়েছিল।

পরে বোমাগুলো উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com