কড়া নিরাপত্তা সত্ত্বেও ইসরায়েলের একটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, পলাতক ছয় জনই জঙ্গি গোষ্ঠীর সদস্য। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। দেশটির ক্যান পাবলিক রেডিওর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ কারাবন্দি ইসলামিক জিহাদি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সাবেক এক জঙ্গি গোষ্ঠীর কমান্ডারও রয়েছে। তাদের সঙ্গে মূলধারার রাজনৈতিক দল ফাতাহ পার্টির যোগাযোগ আছে।
পলাতক ছয় জনই উত্তর ইসরায়েলের গিলবোয়া কারাগারে একসঙ্গেই ছিল এবং সেখান থেকে টানেল করে পালিয়েছে তারা। পলাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে এমন খবর জানা গেলেও এখনও কারা কর্তৃপক্ষ বা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নদী বন্দর / জিকে