থেমে থেমে বৃষ্টি হওয়ায় চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রোববার বিকেল পর্যন্ত নগরের বাকলিয়া, চকবাজার, মোহাম্মদপুর, হালিশহর ও চকবাজারের বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার আগে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫২ দশমিক ৪ মিলিমিটার। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রামের আকাশ মেঘলা থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।’
নদী বন্দর / এমকে