1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আতশবাজি পোড়াতে গিয়ে দগ্ধ ফুটবলার - Nadibandar.com
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৯২ বার পঠিত

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি বা ফটকা ফোটানোর উৎসবের রীতি বিশ্বজুড়েই। আনন্দ উদযাপন করতে গিয়ে দুর্ঘটনা ঘটার নজিরও কম নয়।

এবার তুরস্কে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পোড়াতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নরওয়ের ফুটবলার ওমর এলাবদেলাউয়ি। আঙ্কারার লিভ হসপিটালের চিকিৎসক ডা. ভেদাত কায়া জানিয়েছেন, তার দুই চোখেই আঘাত লেগেছে।

ইস্তাম্বুলে নতুন বছরের শুরুতে নিজের বাড়িতে আতশবাজি পোড়াতে গিয়ে হাতে আগুন লেগে যায় ওমরের। সেখান থেকে চোখ ও মুখে আগুনের ঝটকা লেগেছে।

ওমর নরওয়ের জাতীয় দলের ফুটবলার। ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন তিনি। তুরস্কে এই ফুটবলার খেলেন গ্যালাতাসারি ক্লাবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্যালাকতাসারির ভাইস প্রেসিডেন্ট আবদুররহিম আলবায়েরাক জানিয়েছে, মুখ ও হাতে দগ্ধ হলেও সেটি গুরুতর নয় ওমরের। তবে তার চোখে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আলবায়েরাক বলেন, ‘আতশবাজি বিস্ফোরিত হয়ে ওমরের হাতে লাগে। কিন্তু তিনি কথা বলতে পারছেন এবং ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসকদের সাড়া দিচ্ছেন। ২০২০ সালটাই দুর্ভাগ্যজনক। গ্যালাতাসারের সদস্যরা শেষ সময়ে এসেও এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা শুনলেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com