বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। তবে ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। উদ্ধারের পর এটি গবেষণা কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নদীর মদুনাঘাটের উত্তরে দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে হালদা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলাম। কিছু নিষিদ্ধ জাল উদ্ধার করার পর মদুনাঘাটের উত্তরে দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকায় একটি মৃত ডলফিন দেখতে পাই। পরে এটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে হস্তান্তর করা হয়।’
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘উদ্ধার হওয়া ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং এটির ওজন ৩৫-৪০ কেজি হবে। এটি হালদা থেকে উদ্ধার হওয়া ৩০তম মৃত ডলফিন।’