ইরানের সঙ্গে টানটান সামরিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে বিমানবহন রণতরী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন জানায়, ‘নিমিতজ এয়ারক্রাফট ক্যারিয়ার’ দীর্ঘ ১০ মাস মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। দায়িত্ব শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফক বন্দরে ফিরছে।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জোনাথন রথ হফম্যান জানান, বিমান রণতরীটি ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ক্ষেত্রে অংশীদারিত্ব ও জোটকে শক্তিশালী করে এমন কার্যক্রম পরিচালনা করে আসছিল। করোনা মহামারির মধ্যে মধ্যপ্রাচ্যে যথাযথভাবে কার্যক্রম চালানোয় ধন্যবাদ জানান তিনি।
যদিও একদিন আগেই ইরান অভিযোগ করে, মধ্যপ্রাচ্য অস্থিরতা সৃষ্টিতে পারস্য উপসাগরে মার্কিন বোমারু বিমান বি-৫২ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্র কাউকে ইঙ্গিত করে সেখানে বল প্রয়োগ করছে না, এটি ‘পরিষ্কার বার্তা’। তবে আমেরিকার স্বার্থের ক্ষতি করতে চায় এমন ব্যক্তি বা দেশের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’ যুক্তরাষ্ট্রের দুটি বোমারু বিমান মোতায়েনের ৪৫ দিনের মাথায় বি-৫২ বিমান পাঠানোর খবর বের হলো।
মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার এক বছর পূরণ হতে চলছে আগামী (৩ জানুয়ারি) মঙ্গলবার। প্রিয় নেতাকে হারানোর শোকে কাটছেই না ইরানে। হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রকে হুমকি-ধামকি দিয়ে আসছে তেহরান। যে কোনো সময় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিতে অনেকটা আতঙ্কে ট্রাম্প প্রশাসন।
নদী বন্দর / জিকে