বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নদীর রামদাস মুন্সিরহাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) হালদার মদুনাঘাটের উত্তরে দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়া এলাকা থেকেও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
এক হিসেবে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এপর্যন্ত নদীটি থেকে মোট ৩১টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
তিনি বলেন, সোমবার সকালে নদীর রামদাস মুন্সিরহাট এলাকায় একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডলফিন উদ্ধার করে। এরপর স্থানীয়দের সহায়তায় সেটিকে মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডলফিনটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এপর্যন্ত নদীটি থেকে মোট ৩১টি ডলফিন উদ্ধার করা হয়েছে।
নদী বন্দর / এমকে