টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ড্রা বের্গবন লিনডা।
বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টেকনাফের ক্যাম্প-২১ (চাকমারকুল), ক্যাম্প-২৬ (শালবাগান) ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
জানা যায়, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ড্রা বের্গবন লিনডা, সুইডিশ দূতাবাসের প্রতিনিধি ফাস্ট সেক্রেটারি আন্না এসবানটেশন ও সেকেন্ড সেক্রেটারি মাতিলডা এসবেনসন বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এসময় তারা চাকমারকুল ক্যাম্পের এ/৬ এবং বি/৭ ব্লকে গিয়ে রোহিঙ্গাদের পাহাড়ে ওঠার রাস্তাসহ বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন।
জানা গেছে, বেলা ১১টার দিকে চাকমারকুল ক্যাম্প থেকে তারা টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রওনা করেন। বেলা সোয়া ১১টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এর আই ব্লকে যান তারা। ওই ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ পৌরসভার উদ্দেশ্যে তারা রওনা দেন। পরে টেকনাফ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন সুইডেনের রাষ্ট্রদূত।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, সুইডিশ রাষ্ট্রদূতের সফরকালীন সময়ে এপিবিএন অফিসার ও ফোর্স সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থেকে দায়িত্ব পালন করে।
নদী বন্দর / পিকে