রাশিয়ার আরেনবুর্খ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদপান করার পর বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু হয়েছে এক সপ্তাহের মধ্যে। এঘটনায় নয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। খবর স্কাই নিউজের।
রাশিয়ার আঞ্চলিক মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) বার্তা সংস্থা আরআইএকে জানায়, মদপানে অসুস্থ হওয়ার সংখ্যা ৫৪ জন রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মারা গেছেন।
এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিষাক্ত অ্যালকোহল। মিথানল জাতীয় এসব দ্রব্য কারখানার কাজে ব্যবহার হয় বলে জানা গেছে।
২০১৬ সালে সাইবেরিয়ায় অ্যালকোহলজনিত গণবিষক্রিয়ার একটি ঘটনার পর উচ্চমাত্রার ইথানলযুক্ত পানীয়, ওষুধ, সুগন্ধি ও অন্যান্য তরলের উৎপাদন ও বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার নির্দেশনা দেয়া হয়েছিল।
নদী বন্দর / এমকে