1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
তিন বিভাগে বৃষ্টি হতে পারে - Nadibandar.com
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৯৮ বার পঠিত

চট্টগ্রাম ও খুলনা ছাড়া সারাদেশ প্রায় বৃষ্টিহীন। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সীমিত পরিসরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রামের দু-একটি স্থানে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ৩৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটিতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

একই সময়ে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ৪, সাতক্ষীরায় ৩ মিলিমিটার ও মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

এ আবহাওয়াবিদ আরও জানান, সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশে, সেখানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com