গণপরিবহনে হাফ ভাড়া রাখা হচ্ছে কিনা তা যাচাই করতে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে অবস্থান নেন তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় সেখান থেকে তাদের সরিয়ে দেন তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী মোড়ে বেশকিছু শিক্ষার্থী অবস্থান নেন। এসময় তারা বেশকিছু বাস থামিয়ে হাফ ভাড়া রাখা হচ্ছে কিনা সে বিষয়ে হেলপার-চালকদের জিজ্ঞাসা করেন। কোনো বাসে শিক্ষার্থী থাকলে হাফ ভাড়া রাখা হচ্ছে কিনা এবিষয়েও তাদের কাছে জানতে চান।
অবস্থানরত অবস্থায় কোনো ব্যানার ব্যবহার করেননি শিক্ষার্থীরা। তবে নিজেদের তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন তারা।
কিছুক্ষণ পর ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন কর্মী এসে তাদের ধাওয়া করেন। এরপর ওই শিক্ষার্থীরা সেখান থেকে সরে পড়েন।
এসময় ছাত্রলীগের এক নেতা বলেন, আমরা চাই হাফ ভাড়া পাশ হোক। তবে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করে নয়। তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে বসবেন। এরপর হাফ ভাড়া নিশ্চিতে শান্তিপূর্ণভাবে কী করা যায় সে বিষয়ে দেখা হবে।
যারা আজ বাস চেক করতে এসেছেন তারা কেউ তিতুমীর কলেজের শিক্ষার্থী নয় দাবি করে ছাত্রলীগের ওই নেতা বলেন, ‘তারা সবাই ভিপি নুরের লোক। তারা বহিরাগত।’
নদী বন্দর / বিএফ