বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচে দেশের কেউ পাকিস্তানের পতাকা নিলে এমনকি জার্সি পরে আসলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় সংগঠনটি এ ঘোষণা দেয়। এসময় তারা স্লোগান দেয়, ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই’ ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠে আরেকবার, পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সোমবার শেষ হতে যাচ্ছে। এর আগে গত দুই ম্যাচে শেরে বাংলার গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে ও পতাকা নিয়ে কিছু বাংলাদেশি নাগরিকের উল্লাস মিডিয়া আর সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে।
সোমবার বিকেলে শেষ টি টুয়েন্টি খেলা শুরুর আগে মিরপুর স্টেডিয়াম গেটের সামনে কিছু তরুণকে দেখা যায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে। তারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে আসা বাংলাদেশি নাগরিকদের প্রতিরোধের ঘোষণা দেয়।
গতকাল সচিবালয়ে বাংলাদেশি নাগরিকদের পাকিস্তানের প্রতি সমর্থনকে দুর্ভাগ্যজনক জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একটা দলকে যে কেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে।
নদী বন্দর / সিএফ