৮৩ বছরে পা রাখলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। সে উপলক্ষে সোমবার (২২ নভেম্বর) লখনউয়ে দলের সদর দপ্তরের সামনে ছেলে অখিলেশ সিংহ যাদবকে সঙ্গে নিয়ে ৮৩ কেজির একটি কেক ও ৮৩ কেজির একটি লাড্ডু কেটে জন্মদিন পালন করেন তিনি। অবশ্য এসময় তার বহু সমর্থকও উপস্থিত ছিলেন সেখানে।
পরে এক বক্তৃতায় প্রবীণ এই নেতা বলেন, পরিবর্তনের রাজনীতি দেখছে দেশ। উৎসাহে ভরপুর যুবসমাজই পারে তাকে সফল করতে।
পাশাপাশি আসন্ন ভোটের কথা মাথায় রেখে মুলায়ম বলেন, আজ আপনারা আমার জন্মদিন পালন করছেন। কিন্তু আমি খুশি হব যদি আপনাদের পাশাপাশি দরিদ্রতম লোকটিরও জন্মদিন পালিত হয়। আপনারা জন্মদিন পালন করে আমাকে আমন্ত্রণ জানাবেন, আমি হাজির হব। অখিলেশ যাদব অনুষ্ঠানে মুলায়মের কাছে তার নিজের এবং কর্মীদের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রবীণ সমাজবাদী এই নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহসহ আরও অনেকে।
আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। একটা কথার প্রচলন আছে ভারতের রাজনীতিতে আর তা হলো, লখনউ যার, দিল্লির মসনদ দখল তার পক্ষে সহজ। সেই লক্ষ্যে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি ফের উত্তরপ্রদেশের ভোটে জিতে ২০২৪-এর লোকসভা ভোটেও ফের জয়ের পথ সুগম করতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা এই রাজ্যের প্রচার চালাচ্ছেন কৌশলে।
অন্যদিকে, তাদের মূল প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিও বসে নেই। জেলায় জেলায় প্রচার করে দলকে চাঙা করছেন মুলায়ম পুত্র তথা সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ। মুলায়মের জন্মদিনকে উপলক্ষ করে দলের সব কর্মীদের ভোটের লড়াইয়ে মাঠে নামার আহ্বান জানালেন তারা।
সূত্র: আনন্দবাজার
নদী বন্দর / বিএফ