আবুধাবি টি-টেন লিগে এবারের আসরের শুরুটা ভালো ছিল না বাংলা টাইগার্স। পরপর দুই ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেয়েছে ফাফ ডু প্লেসির দল। এর মধ্যে শেষ ম্যাচটি আবার জিতেছে মাত্র ২৬ বলে ৯১ রান নিয়ে।
মঙ্গলবার রাতে চেন্নাই ব্রেভসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলা টাইগার্স। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯০ রানের বেশি করতে পারেনি চেন্নাই ব্রেভস। জবাবে মাত্র ৪.২ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে বাংলা টাইগার্স।
দলের পক্ষে সাইক্লোন বইয়ে দেন দুই ওপেনার জনসন চার্লস ও হযরতউল্লাহ জাজাই। তাদের জুটিতে মাত্র ৩ ওভারেই আসে ৬৭ রান। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে চার্লস খেলেন এক চার ও পাঁচ ছয়ের মারে ১২ বলে ৩৬ রানের ইনিংস।
পরে তিন নম্বরে নামা উইল জ্যাকসও রানের গতি কমতে দেননি। দ্বিতীয় উইকেটে সাত বলে আসে ২৪ রান। জাজাই ৯ বলে ৩৪ ও জ্যাকস ৫ বলে ১৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন চার্লস।
এর আগে চেন্নাই ব্রেভসের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা। তবে তিনি খেলে ফেলেন ১৮টি বল। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন বেনি হাওয়েল।
নদী বন্দর / জিকে