1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এবার জাপানিজ ধনকুবের যাচ্ছেন মহাকাশ ভ্রমণে - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৪০ বার পঠিত

জাপানের ৪৬ বছর বয়সী ফ্যাশন ম্যাগনেট ও ধনকুবের ইউশাকু মায়েজাওয়া এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। ১২ দিন সেখানে অবস্থান করবেন তিনি।

জাপানের পোশাকের অনলাইন ব্র্যান্ড জোজো ইনকরপোরেশনের এই প্রতিষ্ঠাতা প্রথম পর্যটক হিসেবে যাচ্ছেন দেশটি থেকে। ২০১৮ সালেই তার ভ্রমণে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ইলন মাস্কের স্পেসএক্স।

জানা গেছে, রাশিয়ার রোজকসমস স্পেস এজেন্সির সুয়ুজ রকেটে চড়ে মহাকাশে ভ্রমণে যাচ্ছেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) কাজাখস্তানের বাইকোনুর থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে তার।

এ বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইউশাকু জানান, মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য তিনি মুখিয়ে আছেন। তিনি বলেন, স্বপ্ন শেষ পর্যন্ত সফল হতে চলেছে, আগামী ২০ ডিসেম্বর ফিরবো।

যুক্তরাষ্ট্রে গত ১৮ সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরে স্পেসএক্স-এর ক্যাপুসলে করে অতরণ করেন চার সাধারণ পর্যটক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জনকে নিয়ে কক্ষপথের উদ্দেশে রওনা হয়েছিল স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটটি। এই মহাকাশ যাত্রার নাম দেওয়া হয় ‘ইন্সপিরেশন ফোর’। এটিই প্রথম পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট ছিল।

এর আগে, ২০২১ সালে ২০ জুলাই, বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস অ্যাপলো ১১-র চাঁদে অবতরণের ৫২তম বার্ষিকীকে সম্মান জানাতে মহাকাশ অভিযানের জন্য বেছে নিয়েছিলেন। তারও আগে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণে যান। তিনিই বিশ্বে প্রথমবারের মতো নিজস্ব ভার্জিন গ্যালাক্টিকের প্লেনে চড়ে গত ১০ জুলাই মহাশূন্যে যান।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com