দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এখন প্লাস্টিক বর্জ্যে সয়লাব। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে এখানকার সৌন্দর্য এবং পরিবেশ। অতিরিক্ত প্লাস্টিকের কারণে সেন্টমার্টিন থেকে জীববৈচিত্র্য পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দ্বীপের সবচেয়ে মূল আকর্ষণ ‘প্রবাল’। অতিরিক্ত পর্যটকের কারণে প্লাস্টিক বর্জ্যের যে স্তূপ জমেছে দ্বীপজুড়ে, তা নিয়ে যেন মাথাব্যথা নেই কারও। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় অধিবাসীরাও।
তাই দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ রক্ষার দাবি নিয়ে এবার সচেতনতামূলক ‘বিচ ক্লিনআপ’ কর্মসূচি পালন করেছে সমুদ্র সংরক্ষণ বিষয়ক পরিবেশবাদী সংগঠন সেভ আওয়ার সি। এই কাজে তাদের সহযোগী ছিল সাংবাদিক সংগঠন জার্নালিস্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনের উত্তর সৈকতে এ কর্মসূচি পালন করা হয়। সকালে প্লাস্টিক বর্জ্যমুক্ত সৈকতের দাবিতে র্যালি বের হয়। পরে সাংবাদিকদের অংশগ্রহণে সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচি পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সেভ আওয়ার সি এর মহাসচিব মোহাম্মদ আনোয়ারুল হক এবং জার্নালিস্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।
এ সময় বক্তারা প্রতিবেশ সংকটাপন্ন সেন্টমার্টিনে প্লাস্টিক পণ্য বিক্রি বন্ধের দাবি জানান। একই সঙ্গে দূষণের জন্য প্লাস্টিকে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করে সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন রাখতে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তারা।
নদী বন্দর / সিএফ