আগামী ২৯-৩০ ডিসেম্বর ঢাকার চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দেশের তরুণ সমাজকে দক্ষতা প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা, মানবসম্পদ উন্নয়ন কাজকে গতিশীল করা, বিভিন্ন দেশের সঙ্গে দক্ষতা উন্নয়নের সেতুবন্ধন তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে যারা কাঙ্ক্ষিত স্কোর অর্জন করবেন, তারা আগামী বছরের অক্টোবর মাসে চীনের সাংহাইতে অনুষ্ঠিত কম্পিটিশন-২০২২ এ অংশগ্রহণের সুযোগ পাবেন।
এছাড়াও চূড়ান্ত পর্বের বিজয়ীদের নিয়ে ছয় মাসব্যাপী মুমিং সেশন অনুষ্ঠিত হবে। এসব দক্ষ তরুণ দেশে ফিরে ভালো মানের চাকরির নিশ্চয়তা পাবেন বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা।
রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিযোগীদের ট্রেড হচ্ছে- কুকিং, প্যাটিসারি অ্যান্ড কনফেকশনারি, রেস্টুরেন্ট, ওয়েল্ডিং, পেইন্টিং, প্লাস্টারিং, ফ্যাশন টেকনলোজি, ওয়েব টেকনলোজিস, সাইবার সিকিউরিটি, আইটি নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, প্রিন্ট মিডিয়া টেকনোলজি ও বেকারি। এসব খাতে দক্ষ তরুণরা দেশে চূড়ান্ত বিজয়ী হয়ে বিদেশ যাবেন। প্রতি ট্রেডে একজন করে প্রতিযোগী সাংহাই যাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযোগিতা। এ বিষয়ে দেশের ৮টি বিভাগের পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, শিল্প দক্ষতা পরিষদ, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থায় চিঠি পাঠানো হয়। তাছাড়া ওয়েবসাইট, ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং এসএমএসের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশের এক হাজার ৭০৭ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেন। গত ৩০ অক্টোবর দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতা শেষে বাছাইকৃত ৬৬ জন বিজয়ী জাতীয় পর্যায়ের বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২১ – এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
আগামী ২৯-৩০ ডিসেম্বর দুই দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নদী বন্দর / সিএফ