সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া আবিদ আলি হাসপাতালে। ঘরোয়া লিগ খেলার সময় হঠাৎ বুকে ব্যথা উঠে তার। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপর থেকে ভক্ত-সমর্থকরা উদ্বিগ্ন। কেমন আছেন পাকিস্তানি ওপেনার? তার সর্বশেষ শারীরিক অবস্থা কী?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে আবিদের। তার সার্বিক তত্ত্বাবধানে আছেন একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট। পিসিবির মেডিকেল টিমের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
পিসিবি আরও জানিয়েছে, আবিদের যে কারণে বুকে ব্যথা হয়েছে, সে রোগটির নাম একিউট করোনারি সিনড্রোম বা এসিএস। এসিএস এমন একটি অবস্থা যা কিনা হৃদযন্ত্রে হঠাৎ রক্তের প্রবাহ কমে যাওয়ার জন্য হয়। মূলত সে কারণেই রোগীরা বুকে ব্যথা অনুভব করেন।
সর্বশেষ বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেন আবিদ। দুই টেস্টের সিরিজে ৮৭.৬৬ গড়ে ২৬৩ রান আসে তার উইলো থেকে। জেতেন সিরিজসেরার পুরস্কারও। সফর শেষ করে দেশে ফিরে ঘরোয়া দল সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন এই ওপেনার।
নদী বন্দর / এমকে