1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাংলাদেশ ৮১তম ক্ষমতাধর দেশ, যুক্তরাষ্ট্র প্রথম - Nadibandar.com
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১২৫ বার পঠিত

২০২১ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকায় বাংলাদেশ ৮১তম স্থানে রয়েছে। এ তালিকায় প্রথমস্থান দখল করেছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ১৯০টি দেশ নিয়ে এ তালিকা তৈরি করেছে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন নামের একটি মার্কিন প্রতিষ্ঠান। ১০০ নম্বরের ভিত্তিতে করা ওই জরিপে বাংলাদেশের স্কোর ৬১ দশমিক ৬৭।

তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন ও রাশিয়া। দেশ দুটির স্কোর যথাক্রমে ৯৪ দশমিক ২৯ ও ৯৪ দশমিক ১১। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরেই বাংলাদেশের অবস্থান।

তালিকায় ৯৩ দশমিক ৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারত। এরপর যথাক্রমে ফ্রান্স ও জার্মানি। তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্কোর হচ্ছে ৯৮ দশমিক শূন্য ৯।

সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের এ তালিকায় সপ্তম স্থানে আছে জাপান ও অষ্টম যুক্তরাজ্য। নবম স্থানে দক্ষিণ কোরিয়া আর দশম স্থানে ইসরায়েল। আর তালিকার সবার শেষে আছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া।

যে সাতটি ক্যাটাগরির ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে, সেগুলোর মধ্যে আবার ৬০টি সূচক প্রণয়ন করা হয়েছে। প্রতিটি সূচককে আবার এক থেকে ১০০-এর মধ্যে সাজানো হয়েছে।

১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিইওওয়ার্ল্ড সাময়িকী গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের সঙ্গে এই জরিপ পরিচালনা করেছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com