মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং এর নবনির্মিত টার্মিনাল ভবন উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৪ জনুয়ারি) ত্রিপুরা রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা এসে উন্নয়নমূলক দুটি প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রোববার (২ জানুয়ারি) রাতে সার্বিকভাবে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে এর আগে সচিবালয়ের ২নং কনফারেন্স হলে একটি পর্যালোচনা সভারও আয়োজন করা হয়। আয়োজিত পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মানিক সাহা, মুখ্যসচিব কুমার অলক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণিকান্তি প্রধানমন্ত্রী মোদীর রাজ্য সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজ্য সফরে এসে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। উদ্বোধনী পর্বের পর রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে যাবেন তিনি। সেখানেই বিদ্যাজ্যোতি প্রকল্পে ১০০টি বিদ্যালয়কে সিবিএসই-তে রূপান্তর প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা প্রকল্পেরও সূচনা করবেন।
পর্যালোচনা সভা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন (রোববার) রাতেই প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে ছুটে যান স্বামী বিবেকানন্দ ময়দানে। ময়দান চত্বরে জনসাধারণ প্রবেশ করার ক্ষেত্রে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করা সহ ময়দানের অভ্যন্তরে পানীয়জলের সুবন্দোবস্ত করারও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সে সময় উপস্থিত ছিলেন মুখ্যসচিব কুমার অলক সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
নদী বন্দর / সিএফ