দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে পাসপোর্ট যাত্রী প্রবেশ স্বাভাবিক রয়েছে।তবে বন্ধ রয়েছে এই রুট ব্যবহার করে ভারতে যাওয়ার সুযোগ।
সম্প্রতি ভারতে করোনা নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়লে ভারত থেকে দেশে পাসপোর্ট যাত্রী আসা কার্যক্রম চালু থাকায় ওমিক্রনের চরম ঝুঁকিতে আছে হিলি বন্দর এলাকার মানুষ।তবে স্বাস্থ্যবিধি মানাতে সবধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ।এদিকে এই চেকপোস্ট ব্যবহার চলতি মাসের ৮ দিনে ৪৮ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। ভারত থেকে আসা এদের মধ্যে কারো শরীরে করোনার নতুন ধরন ওমিক্রনের কোন অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতাল কৃর্তপক্ষ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান,স্বাস্থ্যবিধি মেনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে যাত্রী আগমন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।ভারতে যেহেতু করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে তাই আমরা সর্তকতার সাথে কাজ করে যাচ্ছি ।ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে ওমিক্রন যেনো দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। চলতি মাসে গেলো ৮ কর্ম দিবসে ৪৮ পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করেছে বলে জানান তিনি।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান,হাসপাতালের একটি মেডিক্যাল টিম ইমিগ্রেশন চেকপোষ্টে সাবক্ষনিক কাজ করে যাচ্ছে।ভারত থেকে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশের সাথে সাথে তাদের করোনার র্যাপিট এন্টিজেন টেস্ট করানো হচ্ছে। এই টেস্টে ১ লা জানুয়ারী থেকে এ পর্যন্ত ভারত ফেরত বাংলাদেশী যাত্রীদের মধ্য কোন করোনা রুগী পাওয়া যায়নি।
নদী বন্দর / সিএফ