৬৫ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন। এ নিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।
সাসোলি ইতালির সাবেক সাংবাদিক। বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ থাকায় তিনি সব ধরনের অফিশিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি । ফলে এই মাসের শেষের দিকে তার বিকল্প নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।
ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেন। সাসোলি ২০০৯ সালে ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হন এবং ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি মধ্য-বামপন্থী প্রগ্রেসিভ অ্যালায়েন্বস অব সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস পার্টির সদস্যও ছিলেন।
নদী বন্দর / সিএফ